বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নওগাঁ: সোমবার রাতে মহাদেবপুরে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাইগাঁ ইউপির মাতাজিহাট কৃষ্ণপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে— প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম সোয়াইব হোসেন (১৭)। তিনি কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের পুত্র ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী । পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোয়াইবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার এক মেয়ের। কিছুদিন আগে ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রেমিকার বিয়ের পর থেকে সোয়াইব মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে অস্বাভাবিক আচরণ করতে থাকে বলে স্থানীয়রা জানান।
পুলিশ এবং এলাকাবাসীর ধারণা সোয়াইব তার প্রেমিকার উপর অভিমান করে গত সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মহাদেবপুর থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।