Home সারাদেশ অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ

অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ

রাঙামাটি: খাগড়াছড়িতে পাহা‌ড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ কর্তৃক পাঁচজন উপজাতি ব্যক্তির অপহরণ এবং রাঙামাটির কাউখালীতে এক ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজ।

রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ি হয়ে কুমার সমিত রায় জিমনেশিয়ামের সামনে প্রধান সড়কে অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সহ-সভাপতি কবিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি রুমেল চাকমা, আদিবাসী ফোরামের ক অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, শিক্ষার্থী মেরিনা ত্রিপুরা, হিমেল চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, “খাগড়াছড়ি ও রাঙামাটিতে একের পর এক অপহরণ, ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। পাহা‌ড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-কে নিষিদ্ধ ঘোষণা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরও বলেন, “পাহাড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে এসব অপকর্মের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে।”