Home খেলাধুলা ইংল্যান্ড সেমিতে, ব্রিটিশ মিডিয়ার উচ্ছ্বাস

ইংল্যান্ড সেমিতে, ব্রিটিশ মিডিয়ার উচ্ছ্বাস

বিজনেসটুডে২৪ ডেস্ক

২৫ বছর পরে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তারা উঠে এমন একটা ভাব করছে যে ইউরো চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এর আগেও তারা তীরে এসে পারেনি খেতাব নিতে, এবার কী হবে সময় বলবে। কিন্তু দলের ফুটবলাররা সবাই হাওয়ায় ভাসছেন, এমনকি সেই দেশের মিডিয়া লিখেই দিচ্ছে, তারা চ্যাম্পিয়ন হবেই।

ইউক্রেনকে চার গোলে হারানোর পর থেকে ব্রিটেনের মূল ধারার পত্র-পত্রিকাগুলোতেই ইংলিশদের মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসের চিত্র ভেসে উঠেছে।

ডেইলি মেইল-এর অনলাইন সংস্করণে শুরুতে ভাসছে তাদের ইউরোর সেমিতে ওঠার খবর। এটা খুবই স্বাভাবিক যে, একটি পত্রিকা এমন একটি সাফল্যকে শিরোনামে কিংবা হোম পেজে গুরুত্বপূর্ণ জায়গায় ধরে রাখবে। কিন্তু খেলাধুলার পাতায় প্রবেশ করলে আর কোনও খবরই পাওয়া যাবে না ইংল্যান্ডের সেমিতে ওঠার খবর ছাড়া।

এমনকি কোচ গ্যারেথ সাউথগেট কোন বাড়িতে থেকে এত ঠান্ডা মাথার অধিকারী হলেন, সে খবরও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ডেইলি মেইল। লন্ডনের রাস্তায় সারারাত ধরে ভক্ত-সমর্থকদের উদ্দাম উচ্ছ্বাসের চিত্র দেখলেও মনে হবে যেন চূড়ান্ত সাফল্য এসে গেছে তাঁদের হাতে। অথচ, মাত্র সেমিফাইনালে উঠেছে দলটি।

একটি সংবাদের শিরোনাম এভাবে করেছে, ‘‘ইংল্যান্ড ইন ড্রিমল্যান্ড।’’ ফাইনালে উঠতে আর মাত্র এক ম্যাচ বাকি এবং ১৯৬৬ বিশ্বকাপের পর সবচেয়ে বড় সাফল্যের মুখোমুখি দাঁড়িয়ে’।

আবার বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচটি নাকি গত এক বছরে সবচেয়ে বেশি দর্শক দেখেছে টিভিতে। এছাড়া তো খেলোয়াড়দের ব্যক্তিগত অনুভূতি নিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকের খবর প্রাধান্য পেয়েছেই। খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের অনুভূতি নিয়েও খবর লেখা হয়েছে।

দ্য সান তো ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে ‘সেমি গড’ বানিয়ে ফেলেছে। লাল রংয়ে পত্রিকাটির হেডিং ‘রোম জয়’। এমনভাবে উপস্থাপনা করেছে যেন রোম থেকে ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপটাই ঘরে তুলে এনেছে তারা। দ্য সান, কোচ সাউথগেটকে সবচেয়ে ‘পারফেক্ট কোচ’ হিসেবে সার্টিফিকেটই দিয়ে দিয়েছে ফাইনাল জয়ের আগেই।

সবথেকে বড় কথা, ব্রিটিশ মিডিয়ার অনলাইন সংস্করণে মেসির দুরন্ত ফ্রিকিকের খবর আন্ডারপ্লে হয়েছে। সেখানে সব খবরই তাদের জাতীয় দল নিয়ে। গার্ডিয়ান-এর মতো সংবাদমাধ্যমও তাই।