Home Third Lead আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী সোনার দর

আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী সোনার দর

বিজনেসটুডে২৪ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৫ শতাংশের বেশি পড়ে গিয়েছে ।

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুসংবাদ আসতেই সোনার দামে ভারী পতন বলে অভিমত বিশেষজ্ঞদের।

২০১৩ সালের পর একদিনে সোনার দামে এতটা পতন এবার হল ।

মার্কিন সংস্থা ফাইজার ও জার্মান পার্টনার সংস্থা BioNTech SE দাবি করেছে যে করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০ শতাংশ সফল হয়েছে । করোনাকালে এই প্রথম দুটি সংস্থা ভ্যাকসিন বড় স্কেলে ব্যবহার ও তার সফল হওয়ার ডেটা পেশ করেছে ।

বিশেষজ্ঞদের মতে সাধারণত মুশকিল সময় সোনা চমকায় । ১৯৭০ সালের মন্দার সময় সোনার দাম নতুন শিখরে পৌঁছে গিয়েছিল । এরপর ২০০৮ সালের আর্থিক মন্দায় এরকম পরিস্থিতি দেখা গিয়েছিল ।

পরিসংখ্যান অনুযায়ী, ৮০-র দশকে সোনার দাম ৭ গুণের বেশি বেড়ে ৮৫০ ডলার প্রতি আউন্স রেকর্ড দামে পৌঁছে গিয়েছিল । ২০০৮ সালে আর্থিক মন্দার পর তা ফের বেড়ে গিয়েছিল । ২০১১ সালে সোনার দাম ১৯০০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল । কিন্তু তার পর সোনার দাম অনেকটাই পড়ে গিয়েছিল । তাই মনে করা হচ্ছে করোনার ভ্যাকসিন এসে গেলে সোনার দামে ফের একবার ভারী পতন দেখা যাবে ।