কাবুল: রবিবার সাতসকালে আফগানিস্তানে যাত্রীসমেত একটি বিমান ভেঙে পড়েছে । আফগানিস্তানের উত্তরে, বদখশান প্রদেশে বিমানটি ভেঙে পড়েছে। বিমানটি রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল।
আফগানিস্তানের উত্তরে অবস্থিত ওয়াখান এলাকায় বিমানটি ভেঙে পড়েছে । আফগানিস্তানে তালিবান সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি। আফগান সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, তথ্য বিভাগ কর্মকর্তা জানিয়েছেন, ঠিক কোথা ভেঙে পড়েছে বিমানটি এখনও জানা যায়নি। তল্লাশি চলছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির খোঁজ চলছে। উদ্ধারকারী দলও পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই বিমান ভেঙে পড়ার খবর প্রশাসনকে জানান।
তবে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর, সেটি হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে। আফগানিস্তানের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট নোশাকও ওই অঞ্চলেই অবস্থিত, যার উচ্চতা ৭ হাজার ৪৯২ মিটার। বিমানে মোট কতজন যাত্রী সওয়ার ছিলেন, তা-ও এখনও পর্যন্ত অস্পষ্ট।
মরোক্কোর বিমান হিসেবে নথিভুক্ত রয়েছে ছোট আকারের ওই বিমানটি। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। রুশ বিমান পরিবহণ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চার্টার অ্যাম্বুল্যান্স ছিল। ফ্রান্সের দাসোঁর তৈরি ফ্যালকন ১০ জেট ছিল সেটি। বিমানটি তৈরি হয় ১৯৭৮ সালে। উজবেকিস্কান হয়ে মস্কো অভিমুখে এগোচ্ছিল বিমানটি। বিমানে ছ’জন যাত্রী ছিলেন। রাতেই রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে শুরু হয় তল্লাশি এবং উদ্ধারকার্য। আফগানিস্তানের উত্তরে চিন এবং তাজিকিস্তান সীমান্তের অদূরে বিমানটি ভেঙে পড়ে ছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও অস্পষ্ট।