Home Second Lead যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস

যশোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

যশোর: সোমবার বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর ধ্বংস করা হয়েছে। পোনা মজুতের দায়ে দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা এবং পুকুর মালিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কাজীপুর এলাকায়  অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে.এম নাজিউর রহমান জানান, তাদের কাছে খবর আসে ওই এলাকায় পোনা উৎপাদন করা হচ্ছে। তারই প্রেক্ষিতে সকালেই অভিযান চালানো হয়। সেখানে গিয়ে সত্যতা মেলে। পরে ওই এলাকার মৃত মফিজ মিস্ত্রির মেয়ে রাহেলা খাতুন ও আকবর আলীর মেয়ে সাহিনা খাতুনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয় ৮১ লাখ রেনু পোনা। একই সময় খবর আসে পাশেই মৃত সাখাওয়াতের ছেলে সালাম হোসেন নিজের পাঁচ একর পুকুরে মাগুর চাষ করছেন। সেখানে গিয়ে সত্যতা পাওয়া যায়। উদ্ধার করা হয় ২৬০ কেজি বড় সাইজের মাগুর। এ ঘটনায় সালামকে ৩০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।