- মার্কিন নির্বাচনের ধাক্কায় ৭৬ হাজার টাকা ছাড়ালো
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবার বাড়লো সোনার দাম। ভরিতে ২,৩৩৩ টাকা বাড়লো বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) থেকে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দর বেড়ে গেছে। তাই বাড়ানো হয়েছে এখানেও।
১৯১২ ডলারে উঠেছে প্রতি আউন্স স্বর্ণের দাম ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল কী হয়, সেটা মাথায় রেখে সবাই এখন সোনার মজুদ বাড়াচ্ছে। জানুয়ারি পর্যন্ত দাম ঊর্ধ্বমুখীই থাকবে বলে তিনি মনে করছেন।
প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে।
গত ২৪ সেপ্টেম্বর দেশে ভরিতে আড়াই হাজার টাকার মতো কমানো হয়েছিল।