Home টপ নিউজ আবারও ভেঙে গেল এলডিপি

আবারও ভেঙে গেল এলডিপি

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দিচ্ছেন শাহাদাত হোসেন সেলিম

ভেঙে গেলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গত ৯ই নভেম্বর কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদকে সভাপতি এবং ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব  করে দলটির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটির মধ্যে ভাঙ্গনের সুর ওঠে। আজ তা চূড়ান্ত রূপ পেলো।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে অলি আহমেদ এবং রেদোয়ান আহমেদের বিপরীতে ৭ সদস্যের নতুন এই সমন্বয়  কমিটি ঘোষণা দেয়।
এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই কমিটি ঘোষণা করেন। আবদুল করিম আব্বাসীকে সমন্বয় কমিটির সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, গত বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে পড়ে কারাবন্দি রয়েছেন। তাকে মুক্ত করার জন্য যখন দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ার দরকার, তখন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটি পক্ষ তৎপর হয়ে উঠেছে।