বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উদ্দেশ্যে সম্মিলিত পরিষদ প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা কাদা ছোড়াছোড়ি করতে চাইনা। আমরা কি কাজ করেছি তা আপনারা জানেন। অনেকেই বর্তমান কমিটি থেকে কোনো সাহায্য না পেয়ে আমাদের কাছে এসেছেন। আমরা কমিটিতে না থেকেও তাদের পাশে ছিলাম।
বৃহস্পতিবার (১ এপ্রিল ) রাতে নগরীর আগ্রাবাদ হোটেলে সম্মিলিত পরিষদ প্যানেল-এর পরিচিতি অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্যানেল লিডার আরও বলেন, সমস্যার কথা আমাদের বলে দিতে হবে না সকল সমস্যা আমরা জানি। আপনারা আমাদের প্যানেলকে জয় যুক্ত করলে আমরা শিপিং এজেন্টের সকল সমস্যা সমাধান করবো। এটা আমাদের ওয়াদা। আমরা কমিটিতে না থেকেও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো। সামনে আমাদের অনেক কাজ। প্রত্যেক মাসে উপদেষ্টা কমিটি থাকবে আপনাদের মধ্যে থেকে। আমরা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগলে তা আপনাদের থেকে পরামর্শ নিয়ে সমাধান করা হবে। আমাদের প্যানেলে যোগ্যলোকের অভাব নেই।
আমাদের অনেক প্লান ইনশাআল্লাহ আমরা সব বাস্তবায়ন করবো।
বিএসএএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ( শিমুল ) বলেন, আসন্ন নির্বাচনে আপনাদের ভোটের ওপর নির্ভর করছে আগামী দিনে এসোসিয়েশনের সার্বিক সফলতা। করোনা মহামারিতে যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, ২০১৬ সালে ভ্যাট নিয়ে একটি মামলা ছিল সেই মামলায় আমরা জিতেছি। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবং কেন্দ্রিয় ব্যাংক যৌথভাবে ২০১৯ সালে নতুন করে একটি সার্কুলার জারি করেছে। সেটার ওপর নিষেধাজ্ঞার চেষ্টা করছি। এছাড়া বন্দরের নিয়মিত কনজেশন, বার্থিং কনজেশন নিয়ে ফলো আপ করি। এসব পদক্ষেপে সামনের সারিতে থেকে সবার স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। তিনি নির্বাচনে সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।
কনভেনার ওসমান গনি চৌধুরী বলেন, সব অপারেটরের সবার সাথেই আমরা কথা বলি শতভাগ সফলতার জন্য সবাইকে সাথে নিয়েই কাজ করবো। সবার স্বার্থেই কাজ করবো। যৌথ প্রচেষ্টায় সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সুচিন্তিত রায় আমাদের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে। ‘ইউর ভোট রিয়েলি ম্যাটার।’
শক্তিশালী এসোসিয়েশন গড়ার প্রত্যয়ে আগামী ৪ এপ্রিল রবিবার অনুষ্ঠেয়় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশ নির্বাচনে ভোটারদের বিপুল সাড়া পাওয়ার প্রত্যাশা করেন সম্মিলিত পরিষদ প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ ।
এর আগে বিএসএএ পরিচালক খায়রুল আলম সুজন নির্ভুলভাবে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে ভোটারদের বিস্তারিত অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত বা কম ভোট দেয়া হলে ব্যালট পেপার বাতিল হবে।