বিজনেসটুডে২৪ ডেস্ক:
আমিরাত-ব্রিটেন ভ্রমণার্থীদের করোনা পজিটিভ ধরা পড়ার হার বেড়ে যাওয়ায় আরও বেশি কড়াকড়ি নির্দেশনা আরোপ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বর্তমান নীতিমালা অনুসারে সকল স্থান থেকে ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ডে যেতে হলে ভ্রমণের তিন দিন আগে করোনা পরীক্ষা করার সনদ থাকতে হবে। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটেনে ভ্রমণকারীদের ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।
ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনের পরিবহণ মন্ত্রণালয় এক বিৃতিতে জানিয়েছে, এ দেশে আসা ভ্রমণার্থীদের করোনা পজিটিভ ধরা পড়ার হার বেড়ে যাওয়ার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের সংক্রমণ ধরা পড়ার হার ৫২ শতাংশ বেড়ে যাওয়ার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।