প্রায় সাত বছর বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাত তাদের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেয়ার ইঙ্গিত দিয়েছে। আমিরাতে ওয়ার্ল্ড সেন্টারে দুবাই এয়ার শো-২০১৯-এর সাইড লাইনে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবির যুবরাজ ও দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের বৈঠকে এ নিয়ে আলোচনা এবং ইতিবাচক বার্তা পাওয়া যায়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশি শ্রমিকদের জন্য আমিরাতের শ্রমবাজার খোলার আহ্বান জানালে যুবরাজ নাহিয়ান শিগগিরই তার দেশের শ্রমবাজার বাংলাদেশের জন্য পুরোপুরি খুলে দেয়ার ইঙ্গিত দিয়ে বলেন, আপনার পরবর্তী আমিরাত সফরে আপনাকে এ প্রশ্নটি আর করতে হবে না।
তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেয়ারও আভাস দেন।