Home আন্তর্জাতিক আমেরিকায় আজ ভোট

আমেরিকায় আজ ভোট

আজ ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। একদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিপরীতে বারাক ওবামার আমলের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাটদের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

১৫.৩ কোটি নথিভুক্ত ভোটার (যা মোট ভোটদাতার ৬৫ শতাংশ) রয়েছে আমেরিকায়। তার মধ্যে করোনা আবহে সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফেলেছেন ৯ কোটি ২৫ লক্ষ ভোটার। এই সংখ্যাটি গত বারের মোট ভোটদাতার (১৩.৬৫ কোটি)। যা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নজিরবিহীন।

চার বছর অন্তর নভেম্বরের প্রথম সোমবারের পর মঙ্গলবারের ভোট হয় আমেরিকায়। করোনার মধ্যে দুই শতাব্দী প্রাচীন রীতিতে বদল হয়নি এবারও।

কে এগিয়ে কে পিছিয়ে, সংখ্যাতত্ত্ব-পরিসংখ্যান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিবিসির সমীক্ষা বলছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৫২ শতাংশের মতো পপুলার ভোট বা সরাসরি জনগণের ভোটে এগিয়ে রিপাবলিকান ট্রাম্পের চেয়ে। অন্যান্য প্রায় সব সমীক্ষাতেও ইঙ্গিত তেমনই। কিন্তু সেটাই শেষ কথা নয়। আসল যুদ্ধ ইলেকটোরাল কলেজের ভোটে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে এক জটিল অঙ্ক রয়েছে। কত ভোট পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কোথায় ভোট পাচ্ছেন।

কোভিড এবার অন্যতম বড় ইস্যু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। একাধিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করছেন ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি আমেরিকার অবস্থা মোটেও খারাপ নয়।

এত সব কিছুর মধ্যেই আগামী চার বছর হোয়াইট হাউসের বাসিন্দা কে হবেন তার রায় দান আজ।