Home আন্তর্জাতিক আমেরিকায় ‘ওয়ার্ক ভিসা’র সুখবর

আমেরিকায় ‘ওয়ার্ক ভিসা’র সুখবর

বিজনেসটুডে২৪ ডেস্ক:

আমেরিকায় ‘ওয়ার্ক ভিসা’নিয়ে যাওয়া অভিবাসীদের সংখ্যা বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া ছিল এতদিন। যে নিয়ম এখন থেকে বাতিল হচ্ছে। পাশাপাশি বাড়াতে চলেছে পারিবারিক ভিসার সংখ্যাও। বুধবার সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে মার্কিন সিনেটে।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকায় নাগরিকত্বের ভিত্তিতে বৈষম্যের ইতি টানবে সিনেটে পাশ হওয়া এই ‘ফেয়ারনেস ফর হাই-স্কিলড ইমিগ্রেন্টস অ্যাক্ট’। মোট ভিসার নিরিখে কাজের ভিসার ক্ষেত্রে বছরে ৭% অভিবাসীদের জন্য বরাদ্দ ছিল আগে। যা বাড়িয়ে মোট ভিসার ১৫% হবে এখন থেকে।

বিদেশিদের গ্রিন কার্ড পাওয়ার বিষয়েও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই সংক্রান্ত ১০ লাখেরও বেশি আবেদন অপেক্ষমান রয়েছে। প্রথম এ বিলটির প্রস্তাব আনা সিনেটর মাইক লি-মনে করেন, এই বিল মেধার ভিত্তিতে কর্মী নিয়োগের বড় সুযোগ করে দিবে আমেরিকার প্রতিষ্ঠানগুলোকে।

এই বিল অনুযায়ী, কাজ সংক্রান্ত ভিসার ৭০% বরাদ্দ থাকবে এইচ-১বি-র জন্য। তবে ভিসাটির আবেদনের খরচ কিছুটা বেড়েছে। এইচ-১বি নিয়ে প্রতারণা সংক্রান্ত তদন্তেএ অর্থ ব্যবহৃত হবে। তাছাড়া অসংরক্ষিত ভিসার ক্ষেত্রে কোনও দেশকে মোটের ৮৫ শতাংশের বেশি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

-আনন্দবাজার।