Home আন্তর্জাতিক আমেরিকায় ভীমরুল, হুল ফোটালে নিশ্চিত মৃত্যু

আমেরিকায় ভীমরুল, হুল ফোটালে নিশ্চিত মৃত্যু

মারণ ভীমরুলের উপদ্রব শুরু হল আমেরিকার নানা প্রান্তে। আড়াই ইঞ্চি লম্বা এই ভীমরুলের বিষ এতটাই মারাত্মক যে বারকয়েক শরীরে ঢুকলে মৃত্যু নিশ্চিত।

ওয়াশিংটন কৃষি দফতর থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি মৌচাকের কাছে এই ধরনের ভীমরুলকে ঘোরাফেরা করতে দেখা গেছে। কানাডার সীমান্তের কাছেও খোঁজ মিলেছে তাদের। কোনও মানুষকে এখনও হুল ফুটিয়েছে কিনা জানা নেই, তবে এই প্রজাতির মারণ ভীমরুলের দেখা পেয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে।

ওয়াশিংটন কৃষি দফতরের পতঙ্গবিদ ভেন-এরিক স্পিচিগান নিশ্চিত করেছেন ভীমরুলের এই প্রজাতি ভেসপা মান্দারিনিয়া ( Vespa Mandarinia) । ক্রান্তীয় অঞ্চলে দেখা মেলে এদের। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই প্রজাতির ভীমরুল বেশি দেখা যায়। চিন ও তাইওয়ানে ভেসপা মান্দারিয়ানাদের হামেশাই দেখা মেলে। গত বছর ডিসেম্বরে আমেরিকায় দেখা গিয়েছিল এই ভীমরুল। তবে মানুষের কোনও ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। ফের এমন ভীমরুলের দেখা পেয়ে আতঙ্কে পতঙ্গবিদরাও।

ভেসপা মান্দারিয়ানাদের বলা হয় ‘এশিয়ান হরনেট’। উষ্ণ ক্রান্তীয় অঞ্চলই এদের পছন্দের জায়গা। সাধারণত পাহাড়ের পাদদেশে বা জঙ্গল ঘেরা এলাকায় এদের দেখা মেলে। জাপানি ভীমরুল বা  ‘জাপানিজ জায়ান্ট হরনেট’ আকারে বিশ্বের সবচেয়ে বড় ভীমরুল। ভেসপারা এদেরই কাছাকাছি তবে আকারে একটু ছোট। দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা (৬.৪ সেন্টিমিটার), ডানা ছড়ালে প্রায় ৭৫ মিলিমিটার। এই ভেসপাদের বলে মারণ ভীমরুল। কারণ এদের হুলে এমন বিষ থাকে যা যে কোনও পূর্ণবয়স্ক মানুষকে নিমেষে কাবু করতে পারে। পতঙ্গবিদ ভেন-এরিক বলছেন, ৬ মিলিমিটার লম্বা হুল জামাকাপড় ভেদ করে শরীরে ঢুকতে পারে। আর এই ভীমরুলের আরও একটা প্রবণতা হল শিকারের শরীরে বারংবার হুল ফোটানো। একবার হুলের ছোবলেই যে বিষ ঢোকে সেটা আরও কয়েকবারে গোটা শরীরেই ছড়িয়ে যায়। এর টক্সিক উপাদান রক্তের মাধ্যমে শরীরে নানা অঙ্গে ছড়িয়ে পড়ে। যার পরিণতি মৃত্যু।

নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট বলছে, এই ভীমরুলদের আগমন কোথা থেকে হল সেটা এখনও জানা যায়নি। নানা জায়গা থেকেই এই ভীমরুলের খবর মিলছে। সাধারণত এই ভীমরুলরা মানুষের সংস্পর্শ এড়িয়েই চলে। তবে যদি এদের ঘাঁটানো হয় তাহলে ফল মারাত্মক হতে পারে।

বিজনেসটুডে২৪ ডেস্ক