বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতে আটকে পড়া আরও ১৬৬ জন বাংলাদেশি দেশে ফিরলেন বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে। এদের মধ্যে রয়েছে ৫টি শিশু।
শনিবার দুপুর ২টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি চেন্নাই থেকে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ওই ১৬৬ বাংলাদেশি শরীরে করোনাভাইরাস নেই- এমন ছাড়পত্র পাওয়ার পরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে নিয়ে আসে।
ভারতে আটকে পড়া মোট ৯৯৬ জন বাংলাদেশীদের ৬ টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে দেশে আনা হলো। দেশে ফেরা বাংলাদেশীদের মধ্যে চেন্নাই থেকে ৫ টি ফ্লাইটে ১৯ জন শিশুসহ মোট ৮৩৩ জন এবং দিল্লি হতে বিমান বাংলাদশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১ জন শিশুসহ মোট ১৬৩ জন রয়েছে । এর মধ্য দিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশী রোগীদের একটি বড় অংশ দেশে ফিরে আসলেন ।
ভারতব্যাপী সকল ধরনের পরিবহন বন্ধ থাকলেও নয়া দিল্লিস্থ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুরোধে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানোর বিষয়ে সাড়া দেয় ভারত সরকার। তাই ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করে আটকে পড়াদের দেশে আনা সম্ভব হয়।