বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আরও ৩টি উড়োজাহাজ যুক্ত হচ্ছে ইউএস বাংলার বহরে। আগামী নভেম্বর ডিসেম্বরে এগুলো যুক্ত হবে।
দেশের অভ্যন্তরে অর্থাৎ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এয়ারলাইন্সটি তাদের বহরে তিনটি এটিআর ৭২-৬০০ (আকারে ছোট) উড়োজাহাজ যুক্ত করছে। এর মধ্য দিয়ে এয়ারলাইন্সটির উড়োজাহাজের সংখ্যা হবে ১৯টি।
সোমবার (১৮ এপ্রিল) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের বহরে তিনটি নতুন এয়ারক্রাফট যুক্ত হবে। সেগুলো চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন তিনটি ডোমেস্টিক রুটে চালানো হবে। তবে কোন কোন রুটে চলবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
নতুন তিনটি এয়ারক্রাফট যুক্ত হলে দেশীয় ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো হবে। দিন দিন যাত্রী সংখ্যা বাড়ছে। যাত্রীর চাপ মাথায় রেখে তিনটি নতুন এয়ারক্রাফট আনা হচ্ছে।
বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৬টি উড়োজাহাজ রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও ভারতের কলকাতা, চেন্নাই, মালদ্বীপের মালে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই, ওমানের মাস্কাট, কাতারের দোহা, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর ও চীনের গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে।
ভবিষ্যতে ঢাকা থেকে সরাসরি শ্রীলঙ্কার কলম্বো, ভারতের দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম ও মদিনায় ফ্লাইট পরিচালনায় কাজ করছে। ভবিষ্যতে নিজেদের বহরে পৃথিবীর অত্যাধুনিক এয়ারবাস ব্রান্ডের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।