Home Third Lead আর্জেন্টিনা পাগল মার্টিনেজ মে মাস থেকে কাতারে

আর্জেন্টিনা পাগল মার্টিনেজ মে মাস থেকে কাতারে

মার্সেলো মার্টিনেজ

বিজনেসটুডে২৪ ডেস্ক

এই প্রথম শীতকালে ফুটবল বিশ্বকাপ হবে। নভেম্বরের ২০ তারিখে প্রথম বল গড়াবে কাতারে । মোটামুটি সবকটা দেশ ১০ নভেম্বরের আগে পরে দোহায় পৌঁছে চলে যাবে বেস ক্যাম্পে। কিন্তু আর্জেন্টিনার  রোসারিও শহরের ৫৪ বছর বয়সি মার্সেলো মার্টিনেজ গত মে মাস থেকে কাতারে রয়েছেন।

মার্টিনেজ আর্জেন্টিনার গ্যালারিতে পরিচিত মুখ। পেশায় তিনি উকিল। কিন্তু কাজকম্ম শিকেয় তুলে, বাড়িঘর ছেড়ে ছ’মাস ধরে রয়েছেন কাতারে। বিশ্বকাপের প্রথম দর্শক হিসেবে দোহায় পৌঁছেছেন এই আর্জেন্টাইন।

কাতারের বিভিন্ন শহরের ফুটবল ক্লাবগুলি তাঁকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনিও এ শহর, সে শহর ঘুরে বেড়াচ্ছেন। বছর খানেক আগে ডি মারিয়া একবার কাতারে গিয়েছিলেন। সেই সময়ে কাতারে এসে লোকজনের সঙ্গে আলাপ জমিয়েছিলেন মার্টিনেজ। তিনি নাকি এতটাই দিলদরিয়া যে আলাপ হওয়া লোকজন তাঁকে কাতারে আমন্ত্রণ জানান।

El primer hincha en llegar al Mundial de Qatar se encontró con… Paredes!:  «Lea, sabés la esperanza que tenemos»

তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওঁরা আমায় ডেকেছেন। আমিও চলে এসেছি। আসতে তো হতোই, ছ’মাস আগেই চলে এলাম।’ তবে মার্টিনেজ বলেছেন, তিনি যত আর্জেন্টিনার পতাকা, জার্সি নিয়ে কাতারে পৌঁছেছিলেন, সব প্রায় শেষের মুখে। পরিচিত যাঁরা বিশ্বকাপের সময়ে কাতারে যাবেন তাঁদের আরও নীল-সাদা সামগ্রী নিয়ে পৌঁছতে বলেছেন মার্টিনেজ।

সেইসঙ্গে এই আর্জেন্টিনা পাগল বছর ৫৪-র মার্টিনেজের দাবি, তিনি এই ছ’মাসে মোটামুটি আটটি স্টেডিয়ামের শহর, এলাকা, পরিবহণ সব চষে ফেলেছেন। এবার তাঁর কাজ দেশ থেকে আরও যাঁরা কাতার পৌঁছবেন তাঁদের গাইড করে দেওয়া।