বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পাইকারি আলুর বাজারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে শনিবার (৩১ অক্টোবর) সকালে র্যাব ও কৃষি বিপণন অধিদফতর এর সহযোগিতায় অভিযানটি চলে।
র্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযানে নেতৃত্ব ছিলেন। এ সময় বেশ কিছু দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার প্রমাণ মেলে।
র্যাব জানায়, এ পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।