বিজনেসটুডে২৪ প্রতিনিধি
লক্ষ্মীপুর: রামগতিতে আলেকজান্ডার বাজারে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান।
রবিবার (১৪মার্চ ) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
রামগতি ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, ভোর ৪টার দিকে তাহের নামের এক ব্যক্তির চায়ের দোকানে আগুন লাগে। তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। কাঠ ও টিনের অবকাঠামো হওয়ায় পুড়ে যায় সেগুলো।
‘আমরা ও জেলা থেকে আরও দুটি ইউনিট গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগে থাকতে পারে।’
পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো ছিল মুদি, কাপড়, সেলুন, ইলেকট্রনিকস, স্বর্ণালংকার, কাঁচাবাজারের দোকান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমেন বলেন, ‘আগুনের ঘটনা শুনেই ভোরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করা হবে।’