Home First Lead আলো নিভিয়ে বিভীষিকাময় রাতকে স্মরণ

আলো নিভিয়ে বিভীষিকাময় রাতকে স্মরণ

ছবি সংগৃহীত

১৯৭১ সালের এই রাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সার্চলাইট নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় গণহত্যা চালানো হয়।

অন্য সাধারণ দিনের মতো সূর্য ডুবে যায়। নেমে আসে কৃষ্ণপক্ষের এক রাত। সারা দিন ধরে রোদে পোড়া নগরী চৈত্রের বিখ্যাত হাওয়ায় জুড়িয়ে আসছিল। ঢাকায় প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল ইয়াহিয়া তখন করাচির উদ্দেশে বিমান যাত্রায়।

ঠিক এই সময়ে ক্যান্টনমেন্ট থেকে জিপ-ট্রাকবোঝাই সেনা সারা শহরে ছড়িয়ে পড়ছিল। ছক মোতাবেক সবাই পজিশন নিচ্ছে। সাঁজোয়া, পদাতিক বাহিনীর তিন ব্যাটালিয়ন ঘাতক। প্রথম টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। মার্কিন এম২৪ ট্যাংকগুলো কামান উঁচিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ল।

সঙ্গে ৩০ লরি সোলজার। ইকবাল হলের করিডোর রক্তে রেডওয়াশ। জগন্নাথ হলে ছিলেন ১০৩ জন ছাত্র। গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে সেনারা ঢুকল। সাব-মেশিন থেকে শুধু গুলি। রোকেয়া হলও বাদ গেল না। বিশ্ববিদ্যালয়ের সাত অধ্যাপককে ঘুমন্ত অবস্থা থেকে টেনে তুলে হত্যা করা হলো।

এরপর দ্বিতীয় টার্গেট রাজারবাগ পুলিশ লাইনস। হত্যাযজ্ঞের নির্মমতায় হতবিহ্বল গোটা দেশ। সেই রাতে একদিকে হত্যাযজ্ঞ, অন্যদিকে তখন চলছে জাতির পিতাকে গ্রেফতারের আয়োজন। ধানমন্ডির ৩২ নম্বর থেকে গ্রেফতার করা হলো বঙ্গবন্ধুকে। কিন্তু তার আগেই তিনি দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, যা ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে।

এক মিনিটের ‘প্রতীকী ব্ল্যাকআউট’ এর আগে-পরে মোম জ্বালিয়ে সেই অন্ধকার রাতের ভয়াবহতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মহাখালীতে সরকারি তিতুমির কলেজ, আগারগাঁও এলাকায় জাতীয় বিজ্ঞান লাইব্রেরি ব্যান্সডক, আইসিটি ভবন, নির্বাচন কমিশনসহ অন্যান্য সরকারি দফতর ইত্যাদি ছাড়াও রাজধানীসহ সারাদেশে রাত ৯টায় এই কর্মসূচি পালিত হয়।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘প্রতীকী ব্ল্যাকআউট’ পালনের নির্দেশনায় বলেছিল, রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এদিন রাতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। পরের বছর থেকে প্রতি ২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ।

সূত্র: সময় নিউজ