Home আন্তর্জাতিক আশার খবর: সেপ্টেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন

আশার খবর: সেপ্টেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন

করোনার ভ্যাকসিন কবে বাজারে আসবে ? এই প্রশ্ন এখন গোটা বিশ্বেরই ৷ করোনার টিকা তৈরির গবেষনায় নেমে পড়েছেন চিন, আমেরিকা, ভারত-সহ আরও অনেক দেশের গবেষকরাই ৷ প্রতিনিয়তই কোথাও না কোথাও থেকে কিছু আশার খবর আসছে ৷ যদিও করোনার প্রতিষেধক যে তাঁরা তৈরি করে ফেলেছেন, এমন ১০০ শতাংশ দাবি কেউই এখনও পর্যন্ত করে উঠতে পারেননি ৷ এবার আশার খবর শোনালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী সারা গিলবার্ট ৷ তাঁর দাবি, এ বছর সেপ্টেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনার ভ্যাকসিন

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি মেল’-এর খবর অনুযায়ী গবেষক গিলবার্ট জানিয়েছেন, করোনার প্রতিষেধক তৈরির কাজ তাঁরা করছেন ৷ তাতে সাফল্যও পেয়েছেন ৷ শুধু অনুমানই নয় ৷ বিজ্ঞানীদের বিশ্বাস, এই ভ্যাকসিন করোনা ঠেকাতে ৮০ শতাংশ সফল হবে ৷  এ বছর সেপ্টেম্বরের মধ্যেই এই প্রতিষেধক তৈরি করা সম্ভব হবে বলে তিনি মনে করছেন ৷ আগামী দুই সপ্তাহের মধ্যেই ‘হিউম্যান ট্রায়াল’-র ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও গবেষকরা জানিয়েছেন।

বিজনেসটুডে২৪ ডেস্ক