Home অন্যান্য আশুলিয়ার জুতা কারখানায় বিধ্বংসী আগুন

আশুলিয়ার জুতা কারখানায় বিধ্বংসী আগুন

৩ জনের মরদেহ উদ্ধার, আরও আছে কি না তল্লাশি চলছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সাভারের আশুলিয়ায় জুতা তৈরির কারখানা ইউনি ওয়ার্ল্ড-২ এ বিধ্বংসী আগুনে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ২ জন মহিলা।  ফায়ার সার্ভিস ও পুলিশ কারখানার ভিতরে আর কোন মরদেহ আছে কি না তল্লাশি চালাচ্ছে।

তিনজনের মরদেহের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট সন্ধ্যায়  আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে ওই জুতা তৈরির কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয় লোকজন কারখানার কাছে যেতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন লাগার কারণে কারখানাটির দেয়াল ও ভেঙে পড়েছে।