Home ব্যবসায়ী সংগঠন আহকাব -ইউএসডিএ’র বিজনেস ডে

আহকাব -ইউএসডিএ’র বিজনেস ডে

ঢাকা: পোল্ট্রিসহ প্রাণিজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এবং এবং ইউএসডিএ-বাংলাদেশ ট্রেড ফ্যাসিলেশন প্রজেক্ট (বিটিএফ) এর যৌথ আয়োজনে বিজনেস নলেজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর একটি অভিজাত হোটেলে  ৪ নভেম্বর এনিমেল হেলথ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)  এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আফতাব আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিজনেস নলেজ ডে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে ৪টি সেশনের ১ম সেশনে Understanding of HS Clasification: Focusing Animal, Animal Products, and Animal feed বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ইকোনমিক জোনস অথোরিটি এর ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল হক। ২য় সেশনে Cross-border otrade Risk Managment: concept and Overview এবং ৩য় সেশনে HS Clafication: Utilization knowledge into Practice সম্পর্কে বিষদ আলোচনা করেন ইউএসডিএ-বাংলাদেশ ট্রেড ফ্যাসিলেশন প্রজেক্ট (বিটিএফ) এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজর এএএম আমিনুল এহসান খান। এছাড়াও ৪র্থ সেশনে Submission of Proforma Invoice for DLS NOC  এর উপর আলোচনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিরেক্টর (এক্সটেনশন) ড. মোহাম্মদ শাহিনুর আলম।

ইউএসডিএ-বাংলাদেশ ট্রেড ফ্যাসিলেশন প্রজেক্ট (বিটিএফ) এর প্রজেক্ট ডিরেক্টর মিচায়েল যে পার ও আহকাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সায়েম উল হকও বক্তব্য রাখেন ।

দিনব্যাপী এই বিজনেস নলেজ ডে তে আহকাবের সদস্যবৃন্দ ছাড়াও সেক্টরের অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় সদস্যরা বিজনেস বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

-সংবাদ বিজ্ঞপ্তি