Home Second Lead ই-পাসপোর্ট ফরম ও ফিয়ের ব্যাপারে অধিদপ্তরের সার্কুলার

ই-পাসপোর্ট ফরম ও ফিয়ের ব্যাপারে অধিদপ্তরের সার্কুলার

ছবি: সংগৃহীত

আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ফরম এবং ফিয়ের ব্যাপারে আজ মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সার্কুলার দেয়া হয়েছে।
বিভাগীয় ও জেলা অফিসমূহে তা পাঠানো হয়েছে। অধিদপ্তরের সহকারি পরিচালক সাহজাহান কবির মহাপরিচালকের পক্ষে সার্কুলারটি ইস্যু করেন।
এতে উল্লেখ করা হয়েছে, আবেদনের ক্ষেত্রে কোন সত্যায়নের প্রয়োজন নেই। তবে, পুলিশ ভেরিফিকেশন লাগবেই। ই-পাসপোর্টের ফি সর্বনি¤œ ৩৫০০ টাকা, সর্বোচ্চ ১২০০০ টাকা।
৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টে ফি ৩৫০০ টাকা, জরুরি পাসপোর্টে ৫৫০০ টাকা এবং অতি জরুরি পাসপোর্টে ৭৫০০ টাকা। আর তা ১০ বছর মেয়াদী হলে সাধারণ পাসপোর্টে ৫ হাজার, জরুরি পাসপোর্টে ৭ হাজার এবং অতি জরুরি পাসপোর্টে ৯ হাজার টাকা।
৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টে ৫৫০০ টাকা, জরুরি পাসপোর্টে ৭৫০০ টাকা এবং অতি জরুরি পাসপোর্টে ১০,৫০০ টাকা।
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টে ৭ হাজার টাকা, জরুরি পাসপোর্টে ৯ হাজার টাকা এবং অতি জরুরি পাসপোর্টে ১২ হাজার টাকা।
বিদেশ বাংলাদশে দূতাবাসে সাধারণ আবদেনকারী, শ্রমিক ও শিক্ষার্ীদের জন্য আলাদা আলাদা ই-পাসর্পোট ফি নর্ধিারণ করা হয়ছে।
দূতাবাসে সাধারণ আবদেনকারীদরে জন্য ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ১০০ ইউএস ডলার ও জরুরি ফি ১৫০ ডলার এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ১২৫  ডলার ও জরুরি ফি ১৭৫ ডলার নর্ধিারণ করা হয়ছে।
এছাড়া বদিশেে বাংলাদশে দূতাবাসে সাধারণ আবদেনকারীদরে জন্য ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ফি ১৫০  ডলার ও জরুরি ফি ২০০  ডলার এবং ১০ বছর মেয়াদী সাধারণ ফি ১৭৫  ডলার ও জরুরি ফি ২২৫ ডলার ।
বিজনেসটুডে২৪