Home Third Lead ইউক্রেনকে গোলের মালা পরিয়ে ইংল্যান্ড শেষ চারে

ইউক্রেনকে গোলের মালা পরিয়ে ইংল্যান্ড শেষ চারে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

লা জবাব ইংল্যান্ড। দুরন্ত ছন্দে বিপক্ষ ইউক্রেনকে উড়িয়ে দিল তারা। ব্রিটিশ মিসাইলে তছনছ হয়ে গেল প্রতিপক্ষ। ইউক্রেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। ম্যাচের চার মিনিটেই লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে গোল উৎসব করে ইংলিশরা পা রাখল শেষ চারে।

শনিবার আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারায় ইংল্যান্ড। যার সুবাদে ২৫ বছর পর পা রাখল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। যেখানে তাদের লড়তে হবে ডেনমার্কের বিপক্ষে। একই দিন আরও এক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে ড্যানিশরা।

ইউক্রেনকে এত সহজে হ্যারি কেনরা হারিয়ে দেবেন, ভাবাই যায়নি। লড়াই তো হলই না, একপেশে ম্যাচে বাজিমাত গ্যারেথ সাউথগেটের দলের। ইয়ারমালেঙ্কোদের মতো তারকাদের সমাহার যে দলে, সেই দলকে দাঁড়াতেই দিল না তারা।

এদিন ম্যাচের একেবারে শুরুর দিকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। তারপর প্রথমার্ধে রাশ খানিকটা হালকা করেছিল ইংল্যান্ড কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ফুটবল উপহার দিলেন কেন-স্টারলিংরা। প্র

থমে রক্ষণের অন্যতম স্তম্ভ হ্যারি ম্যাগিওর গোল করে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান। এরপর ইংরেজদের হয়ে তৃতীয় গোলটি ফের করেন হ্যারি কেন। এদিনের ম্যাচে জোড়া গোলের মালিক হয়েছেন দলের নেতা। ম্যাচের চতুর্থ অর্থাৎ শেষ গোলটি আসে পরিবর্ত খেলয়াড় হেন্ডারসনের হেড থেকে।

ইউক্রেনের বিরুদ্ধে চার শূন্য গোলে জিতে অনবদ্য রেকর্ড করে ফেলল ইংরেজরা। এই প্রথম কোনও দল ইউরোর মতো টুর্নামেন্টের সেমিফাইনালে এল একটিও গোল হজম না করে।

ইংরেজ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড তাঁদেরই দলের কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কসের ক্লিনশিটের রেকর্ড ছুঁয়ে ফেললেন। এই সহজ জয়ের ফলে চতুর্থবারের জন্য শেষ চারে জায়গা নিশ্চিত হল ইংল্যান্ডের।

প্রথমবার ইউরো জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল তারা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁদের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ডেনমার্ক। নিজেদের ঘরের মাঠে আরও ফুল ফোটাবেন ব্রিটিশ ফুটবলাররা, সেটি ভালই বোঝা যাচ্ছে।