Home First Lead ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা, থার্ড ইঞ্জিনিয়ার নিহত

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা, থার্ড ইঞ্জিনিয়ার নিহত

বাংলার সমৃদ্ধি। ইনসাইটে নিহত থার্ড ইঞ্জিনিয়ার।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের  কৃষ্ণসাগর তীরে আটকে থাকা জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন ( বিএসসি )’র জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়েছে। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) এতে প্রাণ হারিয়েছেন। জাহাজের অন্য ২৮ জন সুস্থ আছেন। নিহত থার্ড ইঞ্জিনিয়ারের বাড়ি বরগুনার বেতাগীতে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯ টা ২৫ মিনিটে যুদ্ধ বিমান থেকে ঐ হামলা হয়েছে। হামলায় জাহাজের ডেকে আগুন লাগে। নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রকেট হামলায় এক নাবিক নিহত হওয়ার তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেছেন,  ‘আমাদের একজন নাবিক নিহত হয়েছেন। ওই জাহাজে আমাদের পর্যাপ্ত খাবার আছে। কিন্তু ওখান থেকে নাবিকরা নেমে গেলে খাদ্য সংকটসহ অন্যান্য সংকটে পড়তে পারে। তাই আমরা জাহাজটির ফার্স্ট ইঞ্জিনিয়ারকে বলেছি, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।’

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর সুমন মাহমুদ সাব্বির জানান, ‘বাংলার সমৃদ্ধি’ তে  একটা রকেট আঘাত করে বিস্ফোরিত হয়। জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। জাহাজের বাকি ২৮ জন অক্ষত রয়েছেন বলে তিনি ‍উল্লেখ করেন।

বিএসসি সূত্রে জানা যায়, বাংলার সমৃদ্ধি গত ২৬ জানুয়ারি  মুম্বাই বন্দর থেকে যাত্রা শুরু করে। তুরস্কের একটি বন্দরে পণ্য খালাস করে সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি সেখান থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া পৌঁছে। জাহাজটি বন্দরের সীমানায় প্রবেশ করে। এরমধ্যে যুদ্ধ পরিস্থিতিতে জাহাজটিকে মাল বোঝাই না করে ফিরে আসতে বলা হয়। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় নোঙর তুলতে পারেনি, সেখানে আটকে পড়ে। বৃহস্পতিবার থেকে ইউক্রেনের বন্দরগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অলভিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কর্মসূচি ছিল বাংলার সমৃদ্ধির। ৩৬৩ নম্বর অ্যাঙ্করেজে রয়েছে জাহাজটি।