বিজনেসটুডে২৪ ডেস্ক
ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আরও জোরদার করেছে মঙ্গলবার। ক্লাস্টার বোমা ও ভ্যাকুয়াম বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। খারকিভ শহরে রুশ আক্রমণ আরও ব্যাপক রূপ নিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। তাদের মধ্যে রয়েছে ১১ টি শিশু। বিভিন্ন দেশ ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগ, খারকিভের জনবসতি অঞ্চলে কামান থেকে গোলাবর্ষণ করছে রুশ সেনা।
ইউক্রেনকে অস্ত্রসাহায্য পাঠাচ্ছে বিভিন্ন পশ্চিমী দেশ। ফিনল্যান্ড মোট ২৫০০ অ্যাসল্ট রাইফেল ও ১৫০০ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাতে সম্মত হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
সোমবার বেলারুশে শান্তি বৈঠকে বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার দূত। কিন্তু পাঁচ ঘণ্টা আলোচনার পরেও তাঁরা কোনও সিদ্ধান্তে আসতে পারেননি। আগামী দিনে ফের বৈঠক হবে কিনা, তাও এখনও স্পষ্ট নয়