Home শেয়ারবাজার ইউনাইটেড ইন্স্যুরেন্সের দাম বৃদ্ধি, সতর্ক করল ডিএসই

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দাম বৃদ্ধি, সতর্ক করল ডিএসই

বিজনেরসটুডে২৪ ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দাম প্রায় এক মাস ধরে অনেকটা টানা বাড়ছে । প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এ কারণে শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে সোমবার (৩ মে) কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই।

জবাবে তারা জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

মঙ্গলবার (৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৫ এপ্রিল ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ৩৮ টাকা। যা টানা বেড়ে ৩ মে লেনদেন শেষে দাঁড়ায় ৫৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ টাকার ওপরে।

এই দাম বাড়ার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের সতর্ক করলেও তাতে কাজ হচ্ছে না। কোম্পানিটির দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার লেনদেন শুরু হতেই কোম্পানিটির শেয়ার দাম ৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে গেছে।