Home Second Lead ইউনাইটেডে আগুনের তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকেোর্ট

ইউনাইটেডে আগুনের তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকেোর্ট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে ৫ রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্র্ট।

আগামী ১৪ জুনের মধ্যে  পৃথকভাবে প্রতিবেদনে দিতে নির্দেশ দেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ মহাপরিদর্শককে ।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইউনাইটেড হাসপতালর লাইসেন্স বাতিল, মৃত পাঁচজনের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং এ ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ৩০ মে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এ ঘটনার বিচারিক তদন্ত চেয়ে সোমবার হাই কোর্টে আরেকটি রিট আবেদন করা হয়। সেখানে মৃত রোগীদের পরিবারকে ‘দৃষ্টান্তমূলক’ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব ও হামিদুল মিসবাহ জনস্বার্থে দ্বিতীয় রিট আবেদনটি করেছেন।

২৭ মে রাত পৌনে ১০টার দিকে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে পাঁচ রোগীর মৃত্যু হয় ।