বিজনেসটুডে২৪ ডেস্ক
বাবার মুদিখানার দোকানে বসে থাকার সময় আকাশে উড়ে যাওয়া বিমানের দিকে তাকিয়ে ছোট্টো আফরিন হয়তো কোনোদিন ভাবতেও পারেননি, একদিন ওই বিমানের ককপিটে বসে বিমান যাত্রীদের উড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবেন তিনি। কিন্তু ২৮ বছর বয়সে পা রেখে এমনই স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন আফরিন।
আফরিনের বাবা আজিজ হিরানি আদিলাবাদ জেলার ইন্দারভেল্লি মন্ডল এলাকায় একটি মুদিখানার দোকানের মালিক। মুদি দোকানদারের সেই মেয়ে এখন ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলট। ছোটোবেলা থেকে আফরিন স্বপ্ন দেখেছিলেন যাত্রীবাহী বিমানের পাইলট হওয়ার। কয়েকমাস আগেই ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানচালক হিসেবে কাজে যোগ দিয়েছেন আফরিন। ইন্টারমিডিয়েট পাশ করার পর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন আফরিন। এরপর অস্ট্রেলিয়ায় ২ বছরের ট্রেনিং সম্পূর্ণ করেন। ২০২০ সালে তাঁর ট্রেনিং শেষ হয়। অতিমারির কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় দু’বছর অপেক্ষা করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত কয়েক মাস আগে তিনি ইন্ডিগো এয়ারলাইন্সে যোগ দেন।
আফরিন জানিয়েছেন, তাঁর এই সাফল্যের পিছনে সবথেকে বড় চালিকাশক্তি তাঁর বাবা-মা’র উৎসাহ ও সমর্থন। আফরিন আদিলাবাদ এলাকার দ্বিতীয় মহিলা কমার্শিয়াল পাইলট। এর আগে ওই এলাকা থেকে যাত্রীবাহী বিমান চালানোর সুযোগ পেয়েছিলেন স্বাথী নামের একটি মেয়ে। আফরিনের মতে স্বাথী তাঁর অনুপ্রেরণা। আর আফরিন নিজে লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের কিশোরীদের অনুপ্রেরণা। ছোটো শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও স্বপ্ন, ইচ্ছা আর পরিশ্রমের ডানায় ভর দিয়ে যে আকাশে ওড়াও সম্ভব, তা দেখিয়ে দিলেন আফরিন।