বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদকে তদারকী প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান । ‘ডন’ সংবাদপত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি সম্প্রতি ইমরান ও সংসদে বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, কে তদারকী প্রধানমন্ত্রী হতে পারেন, তাঁর নাম প্রস্তাব করুন।
প্রেসিডেন্ট চিঠিতে উল্লেখ করেছেন, সংবিধান অনুযায়ী রবিবার জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। তদারকী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে যদি ইমরান ও শাহবাজ শরিফ একমত না হন, তাহলে প্রস্তাবিত নামগুলি একটি কমিটির কাছে পাঠাতে হবে। বিদায়ী সংসদের আট সদস্য এবং স্পিকারকে নিয়ে গঠিত হবে সেই কমিটি। তার সদস্যরা সিদ্ধান্ত নেবেন, কাকে তদারকী প্রধানমন্ত্রী করা যায়।
পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট তদারকী প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। শাহবাজ শরিফ অবশ্য বলেছেন, তিনি তদারকী প্রধানমন্ত্রী নিয়োগ করার প্রক্রিয়ায় অংশ নেবেন না। কারণ সবকিছুই হচ্ছে ‘বেআইনি পথে’। বিদায়ী তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, “নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান।
শাহবাজ বলেছেন, তিনি এই প্রক্রিয়ায় অংশ নেবেন না। অংশ নেবেন কি নেবেন না, সে ব্যাপারে তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে।” পরে তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কাছে দু’জনের নাম পাঠিয়ে দিয়েছি। শাহবাজ যদি সাতদিনের মধ্যে কারও নাম না পাঠান, তাহলে আমরা যে দু’জনের নাম পাঠিয়েছি, তাঁদেরই একজন তদারকী প্রধানমন্ত্রী হবেন।