বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানে ইমরান খান গদির টলমল অবস্থা। ইমরান সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনাস্থা প্রস্তাব এনেছে সংসদে। এই অবস্থার মধ্যে আকস্মিক শিবির পরিবর্তন করলো মুত্তাহিদা কাওমি মুভমেন্ট তথা এমকিউএম। বিরোধীদের সাথে তারা হাত মিলিয়েছে। ঢাকঢোল পিটিয়ে বুধবার সকালে তা ঘোষণা করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি।
এমকিউএমের এই আকস্মিক ডিগবাজিতে টলটলায়মান ইমরান খানের গদি। তেহরিক ই ইনসাফ তথা পিটিআই সরকারের অন্যতম শরিক দল এমকিউএম।
বিলাবল জানিয়েছেন, রাবতা কমিটি-এমকিউএম ও তাঁর দলের সমঝোতা হয়ে গিয়েছে। এ ব্যাপারে একটি সমঝোতা পত্রও সাক্ষরিত হয়েছে। তা অচিরে সংবাদমাধ্যমকে জানানো হবে। এমকিউএমের প্রবীণ নেতা ফয়সল সবজওয়ারিও এই সমঝোতার কথা স্বীকার করেছেন।
পাকিস্তানে ইমরান সরকার গঠনের সময়ে অন্যতম শরিক ছিল এমকিউএম। প্রধান শরিক দল পিটিআইয়ের সঙ্গে তাঁর মতান্তর লেগে থাকলেও তা যে এই পর্যায়ে পৌঁছতে পারে তা ধারণা ছিল না অনেকেরই।
পাক সংসদে ৩৪২ টি আসন। সরকার ধরে রাখা বা ইমরান সরকারকে ফেলে দেওয়ার জন্য ১৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেলেন বিলাবল ভুট্টো জারদারি। ইমরানের তেহরিক ই ইনসাফ যখন সরকার গঠন করেছিল তখন তাদের সঙ্গে ১৭৯ জন সাংসদ ছিলেন। কিন্তু এমকিউএম শিবির বদল করায় ইমরান সরকারের শক্তি দাঁড়িয়েছে ১৬৪। আর বিরোধীদের সঙ্গে ১৭৭ জন সাংসদের সমর্থন রয়েছে।