Home Second Lead ইরফানের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি বুধবার

ইরফানের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি বুধবার

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:  সাংসদ হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও গ্রেপ্তার বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।

মঙ্গলবার ধানমন্ডি থানার পরিদর্শক আশফাক রাজীব হাসান এ রিমান্ড আবেদন করেন।

ইরফানের পাশাপাশি তার বডিগার্ড মোহাম্মদ জাহিদেরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানিয়েছেন।

এদিকে ইরফান সেলিমের সহযোগী এ বি সিদ্দিক ওরফে দিপুকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আরেকটি আদালত।

সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফান, গাড়িচালক, দেহরক্ষীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান।