বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুয়াকাটা ( পটুয়াখালী ): সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন।
সোমবার বেলা সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয় জেলেরা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিনটি দুটিকে বালুচাপা দিয়ে দেয় তারা।
স্থানীয় জেলে আবুল হোসেন বলেন, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৭ ফুট লম্বা গঙ্গা নদীর ডলফিন ভেসে আসে।
প্রায়ই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশক প্রজাতির ডলফিন ও বেশ কয়েকটি তিমি ভেসে এসেছিলো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষণ সম্ভব হয়নি। তাই স্থানীয়দের বালুচাপা দিতে বলা হয়েছে।