Home First Lead ট্রলারের এক ট্রিপে অর্ধকোটি টাকার ইলিশ

ট্রলারের এক ট্রিপে অর্ধকোটি টাকার ইলিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পটুয়াখালী: গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে জুলাইয়ের ২৩ জুলাই। কিন্তু তারপরও  বৈরি আবহাওয়ার কারণে মাছ আহরণ ব্যাহত হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে তা বেশ জোরদার হয়েছে। মাছও পাওয়া যাচ্ছে প্রচুর। ট্রলারের এক ট্রিপে ইলিশ মাছ পাওয়া গেছে অর্ধকোটি টাকার। এফভি রিভারমেট এই মাছ পেয়েছে মাত্র ৫ দিনের ট্রিপে।

শনিবার (২৬ আগস্ট) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য মার্কেটে মিথুন এন্টারপ্রাইজ নামক মাছের আড়তে  কুমিল্লার আবুল খায়ের মাঝির ঐ ট্রলারের মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।

শনিবার বিকালে গভীর সমুদ্র থেকে ট্রলারভর্তি ইলিশ মাছ নিয়ে মহিপুর মৎস্য আড়তে ফিরে এফবি রিভারমেট। ট্রলার থেকে মাছ নামানো হয় স্থানীয় মিথুন এন্টারপ্রাইজ নামের আড়তে। ট্রলার থেকে শ্রমিকরা একে একে ঝুড়িভর্তি ইলিশ মাছ এনে আড়তের পাকা ফ্লোরে ফেলেন। একপর্যায়ে ছোট-বড় ইলিশ মাছের বিশাল স্তূপে পরিণত হয় মিথুন এন্টারপ্রাইজের সামনের খালি জায়গা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্তূপে মাছ ফেলার পাশাপাশি চলে নিলামের ডাক। প্রায় ৩০ মিনিট ধরে চলে নিলামের ডাক। নিলামের পর স্তূপের মাছ মেপে ১৭০ মণ ইলিশ মাছ পাওয়া যায়। যার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৬০ হাজার টাকা।

ট্রলারের মাঝি আবুল বলেন, একসঙ্গে এত মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি লাগছে। বেশি মাছ ধরা পড়ায় অন্য জেলেরাও গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে উৎসাহিত হবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে জেলেরা। এবার জেলেদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পড়বে এমনটা আশা করা যাচ্ছে।