Home ব্যাংক-বিমা ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চুয়্যাল প্লাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।

এতে আরো বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম. রেজাউল করিম।

জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি।