বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের স্থানীয় বাজারে গত ছয় মাসে ইস্পাত পণ্যের দাম ৪০ শতাংশ কমেছে। এখন টনপ্রতি ৫৭ হাজার রুপিতে দাঁড়িয়েছে।
রপ্তানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির প্রেক্ষিতে রপ্তানি হ্রাসের প্রভাবে বাজারে শিল্প উপকরণটির দাম কমেছে। স্টিলমিন্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের শুরুতে হট রোলড কয়েলস বা এইচআরসির দরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছিল। কিন্তু আবাসন, অবকাঠামো, গাড়ি ও ভোক্তা পণ্যের মতো খাতে শ্লথগতির প্রভাব পড়েছে ইস্পাত বিক্রিতে। ইস্পাতের দাম কমার পেছনে চীনের জিরো কভিড পলিসিরও ভূমিকা রয়েছে।
ভারতের স্থানীয় বাজারে ইস্পাতের দাম গত এপ্রিলে টনপ্রতি ৭৮ হাজার ৮০০ রুপিতে দাঁড়িয়েছিল। ১৮ শতাংশ জিএসটি আরোপের পর ইস্পাতের দাম দাঁড়ায় টনপ্রতি ৯৩ হাজার রুপিতে। স্টিলমিন্টের উপাত্তে দেখা গিয়েছে, জুনের শেষের দিকে এসে ইস্পাতের দাম টনপ্রতি ৬০ হাজার ২০০ রুপিতে দাঁড়ায়। জুলাই ও আগস্টে পতনের পর সেপ্টেম্বরের মাঝামাঝিতে দাঁড়িয়েছে টনপ্রতি ৫৭ হাজার রুপি। স্পট বাজারে বর্তমানে যে দামে ইস্পাত বিক্রি হচ্ছে তা চলতি বছরের শুরুতে যে দামে বিক্রি হয়েছিল তার চেয়ে ৪০ শতাংশ কম।