Home আইন-আদালত ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড

ইয়াবা মামলায় যুবলীগ নেতার ৮ বছরের কারাদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বরিশাল: ইয়াবা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহামুদ টিপুর ছোট ভাই যুবলীগ নেতামেহেদী হাসান ওরফে সাহেব সিকদারকে ৮ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে মেহেদীর সহযোগী কালাম ওরফে কালু হাওলাদারকে ২ বছরের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের দণ্ডাদেশ দেন।

এছাড়া একই মামলার অপর আসামি রিয়াজুল ইসলাম খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ১২ জনের সাক্ষ্য শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো।

আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ১৯ আগস্ট বরিশালের হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে ইয়াবাসহ তিন জনকে আটক করেছিল পুলিশ। মেহেদী ওই গ্রামের মৃত হাসান মাহামুদ সিকদারের ছেলে ও কালাম একই এলাকার মৃত জমসেদ হাওলাদারের ছেলে।