Home অন্যান্য ইয়াবায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, ওসিসহ ৫ জন ক্লোজড

ইয়াবায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, ওসিসহ ৫ জন ক্লোজড

মোজাম্মেল হোসেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ইয়াবা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে থানায় আটকে রেখে এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্য চার পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন- এসআই শওকত আলী, কনস্টেবল নূরুল ইসলাম, জমশেদ ও নাজমুল ইসলাম।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন  গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন,  গত ১৪ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আরএফএল কোম্পানির বেষ্টবাই শোরুমের ম্যানেজার লুৎফুর রহমান মোটরসাইকেল করে অলিপুর আসছিলেন।

তার সঙ্গে ছিলেন সোহরাব নামে এক আরোহী । পথে মোটরসাইকেল দাঁড় করে কাগজপত্র দেখতে চায় পুলিশ। মোটরসাইকেল ও আরোহী  লুৎফুর রহমানকে পুলিশের কাছে  জিম্মায় রেখে মোটরসাইকেলের মালিক সোহরাব বাড়ি যান কাগজপত্র আনতে। কিন্তু তিনি আর কাগজপত্র নিয়ে আসেননি। পুলিশ বেষ্টবাইয়ের ম্যানেজার লুৎফুর রহমানকে থানায় নিয়ে যায়। পরে তাকে হাজতে আটকে টাকা দাবি করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন। অন্যথায় তাকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে লুৎফর সাড়ে ২৮ হাজার টাকা দিয়ে রাতে থানা থেকে মুক্তি পান। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর লুৎফুর রহমান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার কাছে অভিযোগ করেন।

পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, অভিযোগের পর গঠিত একটি তদন্ত কমিটি  প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। এমতাবস্থায় শনিবার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।