বিজনেসটুডে২৪ ডেস্ক
ঈদের একটু আগেভাগে ঘরবাড়িসহ কিছু আনুষঙ্গিক জিনিস গুছিয়ে নিলে পরে এ নিয়ে আর পেরেশানিতে পড়তে হয় না।
ফ্রিজ পরিষ্কার: ঈদের কিছুদিন আগেই ফ্রিজের প্রতি মনোযোগ দিন। প্রয়োজনীয় জিনিস রেখে বাকি সব বের করে নিন। অনেকেই করি করি করেও ফ্রিজ পরিষ্কার করার জন্য সময় বের করতে পারেন না। ঈদ হতে পারে তাঁদের জন্য দারুণ উপলক্ষ। এ ছাড়া ঈদের নানা মুখরোচক খাবার রাখার জন্যও ফ্রিজে জায়গা করা দরকার হয়। এই ফাঁকেই না হয় ফ্রিজ পরিষ্কার করে নিন। ডিটারজেন্ট গোলানো পানিতে নরম কাপড় ভিজিয়ে ফ্রিজ মুছে নিন। প্রয়োজনে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। ফ্রিজ পরিষ্কারের আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলবেন না।
বাড়ি রং: ঈদের আগে-পরে উৎসবের আমেজ থাকে বেশ কয়েক দিন। ছুটি উপলক্ষে বিয়েশাদির আয়োজন হয়। এর বাইরেও ঈদে ঘুরতে আসে অনেক আত্মীয়। এ জন্য অনেকেই বাসা রং করেন। এখন যেহেতু করোনার সময় তাই স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রেখে বাড়ি রং করতে পারেন। পুরো বাসা একদিনে রং না করে কয়েক ধাপে ভাগ করে নিন, যাতে জিনিসপত্র নিয়ে বাড়তি বিড়ম্বনায় ভুগতে না হয়।
ঘরদোর পরিষ্কার: সুস্থ থাকতে সুন্দর পরিবেশের বিকল্প নেই। ধুলা-ময়লা ও নোংরা পরিবেশে থাকলে এমনিতেই মানুষ অসুখে পড়ে। এ জন্য নিয়ম করে ঘরবাড়ি পরিষ্কার করা উচিত। ঈদে পরিচ্ছন্নতা অভিযানে একটু বাড়তি জোর দিন। ঘরের কোনোকানি থেকে শুরু করে সদর দরজা পর্যন্ত গুছিয়ে নিন। এ ছাড়া করোনা থেকে বাঁচতেও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি গুরুতারোপ করা হচ্ছে। এ বিষয়টিও মনে রাখুন।
কাপড় গোছানো: লকডাউনে বেশির ভাগ সময় বাড়িতেই কাটছে সবার। এ সময় নানা কাজে ব্যস্ত থাকলেই মন ভালো থাকবে। এই ফাঁকে সারা বছর আলমারিতে জমে থাকা পুরনো কাপড়চোপড় গুছিয়ে নিতে পারেন। সেসব কাপড় ব্যবহার তালিকার বাইরে গেছে বলে মনে করেন, সেগুলো দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করে দিন। বাকি কাপড় ব্যবহার ও প্রয়োজনীয়তা বুঝে গুছিয়ে রাখুন।
রান্নাঘর পরিষ্কার: গৃহিণীদের দিনের অনেকটা সময় কাটে রান্নাঘরে। ঈদ উপলক্ষে রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। এ জন্য ঈদের আগেই রান্নাঘর গুছিয়ে নিন। পুরো ঘরের জিনিসপত্র থরে থরে সাজিয়ে নিন। অব্যবহূত জিনিসপত্র ফেলে দিন। রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক তরল দিয়ে মেঝে, সিংক পরিষ্কার করে নিন। ঈদ উপলক্ষে প্রতিদিনের ময়লা রাখার জন্য পুরনো ডাস্টবিনটা বদলে নতুন একটা কিনতে পারেন।
সিঁড়িঘর সাজানো: করোনার প্রকোপে শখের দিকে নজর দিতে ভুলেই গেছেন অনেকে। এটা করা একদমই উচিত নয়। অবসরে শখের জগতে বাস করুন। মন ভালো থাকবে। ঈদের আগে বাড়িতে নতুন লুক আনতে সিঁড়িঘরের সাজ বদলে ফেলুন।
কাভার বদলান: ঈদ মানেই আনন্দ। এই আনন্দের দিনে ঘর থাকুক নতুন সব জিনিসে ভরপুর। ঈদ উপলক্ষে প্রতিদিনের বিছানা, সোফা ও বালিশের কাভার বদলে ফেলুন। হালকা কালারের কাভার বেছে নিন। আরামের পাশাপাশি অন্দরে স্নিগ্ধ ভাব এনে দেবে। ঘরের পর্দাও বদলে নিতে পারেন। অথবা পুরনো পর্দা পরিষ্কার করে নিন।
অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন: অপ্রয়োজনীয় জিনিসে ঘর ভরে ফেলা অনেকের একটা বদ অভ্যাস। যে জিনিস ব্যবহারই হয় না সেই জিনিস দিনের পর দিন ঘরে রেখে দেন অনেকে। এতে ঘর নোংরা হয়, জায়গা নষ্ট হয়। ঈদের আগে এসব দূর করতে একটি ঝটিকা অভিযান পরিচালনা করতে পারেন।
ঈদের প্রয়োজনীয় জিনিস কেনা: ঈদের দিন অনেক ধরনের জিনিসের প্রয়োজন হতে পারে। নতুন প্লেট, বাটি, ছুরি আরো কত কী। এগুলোর একটি তালিকা এখনই করে নিন। এরপর বাজার থেকে কিংবা অনলাইনে অর্ডার করে কিনে নিন, যাতে প্রয়োজনের সময় এগুলোর অভাবে ভুগতে না হয়।