Home চট্টগ্রাম উইম্যান চেম্বারের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উইম্যান চেম্বারের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও আমার ভাবনা” শীর্ষক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সোমবার পাহাড়তলীস্থ বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়।  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রেড গ্রীন একাডেমি এর প্রিন্সিপাল সারা তানভী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কামরুল হাসান।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সাবিনা কাইয়ুম, প্রাক্তন পরিচালক নাজমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সারা তানভী শিক্ষার্থীদেরকে পরিস্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যদি আমাদের আশে-পাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে রোগ-জীবানু থেকে দুরে থাকবো এবং সুস্থ্যতার সাথে জীবন-যাপন করতে পারবো। তিনি বঙ্গন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর গুরুত্বারোপ করে বলেন, এটি এমন এক ভাষণ যার মাধ্যমে ৭১-এ পুরো বাঙ্গালী জাতি পাক-হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল এবং নয় মাসের রক্ষক্ষয়ী যুদ্ধে ছিনিয়ে এনেছিল এদেশের বিজয় এবং বাংলা নামের দেশ।

সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার থেকে দেশের ইতিহাস ও ঐতিহ্য শিক্ষা দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন শিশুরা ইতিহাস, ঐতিহ্য জানতে পারলে আগামীতে সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় নিজেদেরকে নিবেদিত করতে পারবে।