Home আন্তর্জাতিক ‘উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে বাংলাদেশি যুবক আটক

‘উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে বাংলাদেশি যুবক আটক

বিজনেসটুডে২৪ ডেস্ক
ধর্মীয় উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

গত ২ নভেম্বর তাকে আটক করা হয়েছে বলে  মঙ্গলবার ২৪ নভেম্বর দ্য স্ট্রেইটস টাইমস-এর খবরে উল্লেখ করা হয়েছে। ফয়সাল ২০১৭ সালে নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে গেছেন। সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামে একাউন্ট খুলে আইএস ( ইসলামিক স্টেট) ‘র পক্ষে  প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে, সিঙ্গাপুরে কোন সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল এমন কোন কিছু তদন্তে পাওয়া যায়নি।

আটক ফয়সালের সঙ্গে ফ্রান্সের হামলার কোনো সম্পৃক্ততা সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন বলে এমন তথ্য পেয়েছে।

তারা জেনেছে, ফয়সাল ইসলামিক স্টেটের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করার জন্য সিরিয়া যেতে চেয়েছিলেন এবং তিনি সিঙ্গাপুরে ছুরি কেনেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ফয়সাল দাবি করেন তিনি এসব অস্ত্র বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন।