বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল) থেকে: উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল স্কুল সংলগ্ন ডাবেরকুল-ধামুড়া সড়কের একমাত্র ব্রিজটির উপর দিয়ে গভীর রাতে ভেকু নিয়ে পারাপারের সময় তা ভেঙে খালে পড়ে গেছে । এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারণ।
শুক্রবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় মানুষের।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ মিটার আয়রন ব্রিজটি দিয়ে দৈনিক ১০-১২ হাজার মানুষ, আলফা, ইজিবাইক, প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে । ভারি যানবাহনচলাচলে নিষেধ থাকলেও রাতের আধারে ভবানিপুর থেকে শরীয়াতপুরের উদ্দেশ্যে ট্রাকে করে ভেকু নিয়ে রওয়ানা দিয়ে ওই আয়রন ব্রিজের মাঝখানে গেলে সেটা ভেঙে ট্রাকসহ খালে পড়ে গেছে।
লস্কেরপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুড়া সহ ৮/১০ টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । ট্রাকসহ ভেকু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ সহ স্থানীয়রা। বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শহীদুল ইসলাম মৃধা জানান, ব্রিজটি ভেঙে পড়ায় তাৎক্ষণিক সাধারণ মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে দিয়েছি। গার্ডার ব্রিজ নির্মানের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজি্ডিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ট্রাক ও ভেকু উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে ৷