বিজনেসটুডে২৪ ডেস্ক
বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা উত্তম কুমারের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮০ সালের ২৪ জুলাই কলকাতার ভবানীপুরের বেলভিউ ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে।
উত্তম কুমারের জন্ম ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায়। উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়।
উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটিসি মুলাকাত, অমানুষ এবং আনন্দ আশ্রম অন্যতম। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি চিড়িয়াখানা। উত্তম কুমার নিজেকে সু-অভিনেতা হিসেবে প্রমাণ করেন অ্যান্টনি ফিরিঙ্গি চলচ্চিত্রের স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে।
১৯৬৭ সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া তার অভিনীত হারানো সুর পেয়েছিল রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট। সংগীতের প্রতিও তার অসীম ভালোবাসা ও আগ্রহ ছিল। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং শ্যামল মিত্রের গানেই সবচেয়ে বেশি ঠোঁট মিলিয়েছেন উত্তম। তার ছোট ভাই তরুণ কুমারও একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছেন।