Home চট্টগ্রাম ইপিজেড-বন্দর-পতেঙ্গাবাসী সাড়ে ৪ কোটি লিটার পানি পাবে প্রতিদিন

ইপিজেড-বন্দর-পতেঙ্গাবাসী সাড়ে ৪ কোটি লিটার পানি পাবে প্রতিদিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ‘পতেঙ্গা বুস্টিং পাম্প স্টেশন’ উদ্বোধনের মধ্য দিয়ে মদুনাঘাট শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্পে উৎপাদিত দৈনিক ৯ কোটি লিটার পানি থেকে সাড়ে ৪ কোটি লিটার পানি পাবে ইপিজেড-বন্দর-পতেঙ্গা এলাকার বাসিন্দারা। এর মাধ্যমে পতেঙ্গাজুড়ে সুপেয় পানির সংকট কেটে যাবে বলে জানালো ওয়াসা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রেডিসন ব্লু বে ভিউয়ের মেজবান হলে ওয়াসার ‘পতেঙ্গা বুষ্টিং পাম্প স্টেশনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল্লাহ।

চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।  শুভেচ্ছা বক্তব্য রাখেন, হুইপ শামসুল হক চৌধুরী, মোছলেম উদ্দিন আহাম্মদ এমপি, নজরুল ইসলাম এমপি, আবু রেজা মোহাম্মদ নদভী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের গর্বের জায়গা। কিন্তু এলোমেলোভাবে বন্দরের জায়গা লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নদীর পাশে কারখানা গড়ে উঠছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল্লাহ জানান, চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পতেঙ্গা বুষ্টিং পাম্প স্টেশনটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের ফলে পানি ও স্যানিটেশন সমস্যা থেকে মুক্তি পাবে চট্টগ্রাম নগরীর বিপুল জনগোষ্ঠী।