বিজনেসটুডে২৪ ডেস্ক
উমরাহ পালনের উদ্দেশে যেসকল মুসলিম পবিত্র মক্কা শহরে যান তাদের জন্য আল্লাহতায়ালার পক্ষ থেকে এক নেয়ামত ও রহমত হল আকাশ থেকে বর্ষিত পানি। গত শুক্রবারও তেমনই এক দিন ছিল। তীব্র দাবদাহে উমরাহযাত্রীরা যখন একেবারেই ক্লান্ত ও শক্তিহীন ঠিক তখনই আকাশ কালো করে দেখা দিল মেঘ। সঙ্গে সঙ্গে মেঘের গর্জন ও পানি। নিমেষে দুর হয়ে যায় মুসল্লিদের কষ্ট।
উমরাহযাত্রীরা আকাশ পানে দুই হাত তুলে সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়ে ঘুরছে। ভিডিয়োতে দেখা যায়, পবিত্র কাবা চত্ত্বরে হাজার হাজার উমরাহযাত্রী ইবাদত করছেন ও পানিতে ভিজছেন। মক্কা প্রশাসনের তরফে শেয়ার করা ভিডিয়ো ক্লিপে দেখা যায়, বৃষ্টিকে উপেক্ষা করেই কাবা তাওয়াফ করছেন বহু উমরাহযাত্রী। অনেকে ছাতা মাথায় উমরাহ পালন করলেও বেশিরভাগকেই বৃষ্টি উপভোগ করতে দেখা গিয়েছে।
পবিত্র উমরাহ বা হজের সময় বৃষ্টি হলে সেই ঘটনাকে আল্লাহর রহমত বলে মনে করেন মুসলিমরা। সেই সময় কাবার দেওয়াল থেকে যে পানি ঝরে পড়ে তাকে পবিত্র বলে মনে করা হয়।