Home Third Lead দেশে প্রথম এইচএমপিভি আক্রান্ত নারী মারা গেছেন

দেশে প্রথম এইচএমপিভি আক্রান্ত নারী মারা গেছেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম।

মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে তত্ত্বাবধায়ক আরিফুল বাশার জানান, সানজিদা আক্তার শুধু এইচএমপি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরো অনেক শারীরিক জটিলতা ছিল। তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেইসাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না। ভাইরাল নিউমোনিয়ার জন্যও সম্ভবত মারা যাননি, অনেকটা সুস্থও হয়ে গেছিলেন। কিন্তু পরবর্তী জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।

গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে প্রথম এইচএমপি ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান। জানা যাচ্ছিল, সানজিদার বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তখন জানা যায়, ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।