বিজনেসটুডে২৪ ডেস্ক
ব্যবহারের শর্তাবলী সম্পর্কিত নতুন এক ঘোষণা দিয়ে কোটির কাছাকাছি ইউজার হারালো হোয়াটসঅ্যাপ। ওই ইউজাররা এখন সিগন্যাল, টেলিগ্রাম এসব অ্যাপের দিকে চলে গেছে।
সম্প্রতি ওই আপডেটটা লেখা হয়েছিল খুব বাজেভাবে। ওতে বলা হয়, হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফেসবুক। ফেসবুক চাইলে আপনাদের পাঠানো যে কোনো মেসেজই পড়তে পারবে।
এই মেসেজ ভাইরাল হওয়ার পরই দলে দলে ইউজাররা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে যোগাযোগের অন্যান্য অ্যাপ নামাতে শুরু করে দিলো। পরিহাসের বিষয় হলো, এই ঘোষণাটা ভাইরাল হয়েছিল হোয়াটসঅ্যাপেই।
যুক্তরাজ্যের সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম তিন মাসে ৭৫ লাখ কমেছে হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা। অন্যদিকে টেলিগ্রাম অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৫ লাখ। এবং তা হয়েছে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর কমে যাওয়ার কারণেই।
অ্যাপ অ্যানি নামে যুক্তরাজ্যের একটি তথ্যপ্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান জানিয়েছে, জানুয়ারীর প্রথমদিকে সে দেশের অষ্টম সর্বোচ্চ ডাউনলোডকৃত অ্যাপ। ১২ তারিখেই তারা নেমে গেছে ২৩ নম্বরে। আর সিগনাল নামের অ্যাপটি জানুয়ারির ৬ তারিখেও ওই তালিকায় এক হাজারের মধ্যেও ছিল না। আর ৯ তারিখের মধ্যেই এটি চলে যায় শীর্ষে।
অথচ অন্যান্য অ্যাপের তুলনায় নিরাপত্তার কারণেই এগিয়ে ছিল অ্যাপ।
এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমানোর পথ নিয়েছে হোয়াটসঅ্যাপ। তাদের ওই শর্তগুলো কার্যকর হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি থেকে। এখন তারা তা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তা ১৫ মের আগে হবে না।
ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জন্য হোয়াটস অ্যাপের পাবলিক পলিসি বিষয়ক কর্মকর্তা নিয়াম সুইনি জানান ব্যবহারের শর্তাবলী হালনাগাদ করার ফলেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটা করা হয়ছিল মূলত দুটি কারণে। বিজনেস মেসেজিংয়ের ক্ষেত্রে কিছু নতুন ফিচার যোগ করা এবং সেই সঙ্গে আগের শর্তাবলীর সঙ্গেই আরো স্বচ্ছতা সৃষ্টি করা।
তবে ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করার ক্ষেত্রে তাদের যে নীতি তা কোথাওই বদলাবে না।