Home সারাদেশ একসঙ্গে ৫ সন্তানের জন্ম শ্রীপুরে

একসঙ্গে ৫ সন্তানের জন্ম শ্রীপুরে

গাজীপুর থেকে মো. রাসেল মিজি: শ্রীপুরে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেন বৃষ্টি আক্তার (২১) নামে এক মা। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে স্বাভাবিক প্রসব হওয়ায় বাচ্চাগুলোকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। একে একে পাঁচ শিশুকেই হারান মা বৃষ্টি আক্তার।
সোমবার (২১জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে শ্রীপুরের মাওনা এলাকার বেসরকারি মাদার্স কেয়ার হাসপাতালে ওই পাঁচ সন্তানের জন্ম দেয় বৃষ্টি আক্তার। তিনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী নয়ানগর গ্রামের মো. মোশারফ হোসেনের স্ত্রী।
বেসরকারি মাদার্স কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়ে জানান, সােমবার দুপুর ১২ টার দিকে জরুরি অবস্থায় বৃষ্টি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে সাতটায় দিকে স্বাভাবিক প্রসবে প্রথমে তিনটি মৃত সন্তানের জন্ম হয়। এরপর দুটি সন্তান জীবিত প্রসব হলেও কিছুক্ষণের মধ্যে এ দুটিও মারা যায়। পাঁচ সন্তানের মধ্যে কোনো সন্তানই জীবিত নেই।
মাদার্স কেয়ার হাসপাতালে চিকিৎসক ডাঃ জহিরুন নেছা রেণু বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। দু’টি শিশু জীবিত জন্ম হলেও ত্রিশ মিনিটের মধ্যে দু’জন মারা যায়। মা সুস্থ, তবুও ঝুঁকি রয়েছে।