Home অন্যান্য একুশে বইমেলায় ‘ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা ‘ 

একুশে বইমেলায় ‘ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা ‘ 

ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস এ সময়ের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল কবি। সময়ের অন্যান্য তরুণ কবিদের চেয়ে তার গল্পের ভাষা পৃথক। এই স্বাতন্ত্র্য খুব সহজেই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তার গল্পের ভাবনা ও ভাষার বিদ্রুপে আমাদের চারপাশে ঘিরে থাকা নিঃসঙ্গতা, বহুগামিতা, প্রতিদিনের কথোপকথন। তার কলমে ঘুরেফিরে উঠে আসে অনুচ্চারিত ধোঁয়ায় আচ্ছন্ন আমাদের যুগল জীবনের অন্ধতা।
মুতাছিন বিল্লাহ: অমর একুশে বইমেলায় এসেছে ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস-এর লেখা ‘ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা’ ও ‘বাংলার মধু মাস’ শিরোনামে দু’টি গল্পের বই। বইটি প্রকাশ করেছে শিশুতোষ কাব্যগ্রন্থ প্রকাশনী।
এবারের মেলায় ১৭৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ২০০টাকা।
‘ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা’ ও ‘বাংলার মধু মাস’ এই বই দুটি ছাড়া লেখকের প্রথম বই ‘বুনো ঝোপে বৃষ্টি এলো ’ প্রকাশিত হয় ২০১৬ সালের বইমেলায়। ‘ইতিহাসের খোঁজে তিন গেয়েন্দা’ বইটিতে ৪২টি পৃষ্টার একটি গল্প ও ‘বাংলার মধু মাস’ বইটিতে ৬০ পৃষ্ঠা  আরো একটি গল্প রয়েছে।
ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস এ সময়ের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল কবি। সময়ের অন্যান্য তরুণ কবিদের চেয়ে তার গল্পের ভাষা পৃথক। এই স্বাতন্ত্র্য খুব সহজেই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তার গল্পের ভাবনা ও ভাষার বিদ্রুপে আমাদের চারপাশে ঘিরে থাকা নিঃসঙ্গতা, বহুগামিতা,প্ রতিদিনের কথোপকথন। তার কলমে ঘুরেফিরে উঠে আসে অনুচ্চারিত ধোঁয়ায় আচ্ছন্ন আমাদের যুগল জীবনের অন্ধতা।
ডা. জাহাঙ্গীর আলম বলেন, এটি আমার পঞ্চম ও ষষ্ঠ বই। আশা করি, বইটি পড়লে ভালো লাগবে। আমি বেশি কিছু বলবো না, পাঠকই বিচার করবেন বইটির ভালো-মন্দ।
লেখালেখির প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই প্রচুর বই পড়তাম, ফাঁকে ফাঁকে টুকটাক লিখতাম। তবে ২০১৬ সালে ‘বুনো ঝোপে বৃষ্টি’ আমার প্রথম গল্পের বই প্রকাশিত হওয়ার পর থেকেই পাঠকদের অনুপ্রেরণায় সিরিয়াস হয়ে লেখালেখি শুরু করি। নিজের ভাবনা-চিন্তা, অনুভব ও নিজস্ব দর্শনের ভিত্তিতে সহজ-সরল ভাষায় লিখেছি। সৃজনশীল লেখায় তুলে ধরতে চেয়েছি আমার একান্ত অনুভবমালা।
প্রসঙ্গত, লেখকের এটি পঞ্চম ও  ষষ্ঠ গ্রন্থ। এর আগে ২০২০ সালের অমর একুশে বইমেলায়  ‘ভন্ড শেয়ালের কান্ড’, ২০১৯ সালের একুশে বইমেলায় তার ‘আমার সোনার বাংলাদেশ’, ২০১৮ সালের ‘ফুলের হাসি’ এবং ২০১৬ সালে প্রথম ‘বুনো ঝোপে বৃষ্টি ‘ প্রকাশিত হয়।